খাঁচার পাখি যাবে ওড়ে
মোঃ বুলবুল হোসেন
কাছের মানুষ আছে যারা
নাম ধরে কেউ ডাকবে না,
আজ আমি বেঁচে আছি
কাল হয়তো থাকবো না।
শিশুকাল চলিয়া গেল
যৌবনে এসে দেখা দিল,
পরপারে হিসাব হবে
তার কাজ তো করলাম না।
কাছের মানুষ আছে যারা
নাম ধরে কেউ ডাকবে না,
আজ আমি বেঁচে আছি
কাল হয়তো থাকবো না।
ছোট বেলার সাথী যারা
আমার কথা বলবে তারা
বন্ধুকে হারিয়েছে যারা
তাদের বন্ধু ডাকবে না ।
কাছের মানুষ আছে যারা
নাম ধরে কেউ ডাকবে না,
আজ আমি বেঁচে আছি
কাল হয়তো থাকবো না।
খাঁচার পাখি যাবে ওড়ে
শূন্য খাঁচা থাকবে পরে
যাবে বুলবুল বহু দূরে
ডাকলে কাছে আসবে না ।
কাছের মানুষ আছে যারা
নাম ধরে কেউ ডাকবে না,
আজ আমি বেঁচে আছি
কাল হয়তো থাকবো না।
Leave a Reply