জরুরী ঘোষণা :
সৃজনশীল পুস্তুক প্রকাশনায় ও বিশ্বস্ততা আমাদের মূলধন। আপনার পান্ডুলিপি পাঠাতে বুলবুল প্রকাশনীতে যোগাযোগ করুন । মোবাইলঃ 01725134446

About Us

প্রিয় সদস্য, লেখক ও পাঠকবৃন্দ,
বাংলারকবি ডট কম-এর মডারেশনে নিম্নলিখিত নীতিগুলি মেনে চলা হবে এবং ব্যবহারকারীকেও তা মানতে হবে।


১) বাংলারকবি লেখার মাধ্যম হবে একমাত্র বাংলা। বাংলা ব্যতিত অন্য যে কোন ভাষার লেখা গ্রহণযোগ্য নয়।

২) বাংলারকবি ডট কম বেশ কিছু বিষয়ের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম, মুক্তিসংগ্রাম ও অসাম্প্রদায়িকতার মতো বিষয়গুলিকে কটাক্ষ কিংবা আক্রমণ করে লেখা যে কোন গল্প কিংবা কবিতা প্রকাশিত হবে না।

৩) লেখকেরা যদিও স্বাধীন তবুও বাংলারকবি ডট কম-এ নিম্নোক্ত বিষয়গুলোকে নিরুৎসাহিত করা হবে: গল্প কবিতা কিংবা অন্যান্য আর্টিকেলে সরাসরি কিংবা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ধর্ম / রাজনৈতিক দলের বা কোন নেতার পক্ষে প্রচার, সাম্প্রদায়িক / বর্ণবাদী / লিঙ্গবাদী / অবমাননাকর লেখা ও মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ, উস্কানিমূলক/ বিদ্বেষ/ কোন্দল বা হিংসাত্মক লেখা, বিনানুমতিতে বা বিনারেফারেন্সে কারও লেখা বা কর্ম প্রকাশ করা, অমার্জিত ভঙ্গিতে যেকোন লেখা প্রকাশ যা বক্তব্যকে হালকা করে কিংবা লেখার মান ক্ষুন্ন করে, কোন পণ্য অথবা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার, যুক্তি ও রেফারেন্স ব্যতীত আলোচনা বা অভিযোগ বা সমালোচনা, ইচ্ছাকৃতভাবে ফ্লাডিং করা, অশ্লীল লেখা পোস্ট করা (অশ্লীলতার সংজ্ঞা নিরূপণে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত), নিক/ইউজার প্রোফাইল ও ছবিতেও উপরোক্ত ধারাগুলো প্রযোজ্য হবে, প্রকাশিত লেখার পুর্নপ্রকাশ, সদস্যদের উস্কানিমূলক বা নীতি নির্ধারনী মন্তব্য/ কোন্দলে জড়িয়ে পড়া।

মনে রাখতে হবে যে, বাংলারকবি ডট কম-এ আপনার মূল উদ্দেশ্য হওয়া উচিৎ তিনটি, লেখালেখি করা,পড়া, সামাজিক উদ্যোগের সাথী হওয়া এবং পারষ্পরিক যোগাযোগ।

৪) বাংলারকবি ডট কম- এর সদস্য হিসেবে একে অপরের প্রতি দলবদ্ধ আক্রমণ, অশিষ্ট মন্তব্য প্রভৃতি থেকে বিরত থাকা কাম্য। কোন সদস্য আক্রান্ত বোধ করলে তাঁর করা অভিযোগের ভিত্তিতে/অভিযোগ ছারা মডারেটর সেই আক্রমণাত্মক পোস্ট, মন্তব্য বা উপাদান সরিয়ে দিতে পারেন। উপরন্তু সদস্যপদ বাতিল করা হতে পারে।

৫) কপিরাইট লঙ্ঘন করে, এমন কোন উপাদান বাংলারকবি ডট কম ধারণ কিংবা প্রকাশ করতে সম্মত নয়। পোস্ট বা মন্তব্যে অন্যত্র প্রকাশিত উপাদান ব্যবহার করলে তার সূত্র উল্লেখ করা প্রয়োজন।

৬)বাংলারকবি ডট কম -এ স্প্যামিং বা সাইটের টেকনিক্যাল বা অন্য যেকোন সমস্যার কারণে যে কোন পোস্ট বা কমেন্ট মুছে মেতে পারে এ জন্য বাংলার কবি ডট কম কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
আপনার গল্প কবিতা সংরক্ষণ করে রাখেন।

৭) মডারেটররা তাৎক্ষণিকভাবে কোন সিদ্ধান্ত নিয়ে এই নীতিমালা প্রয়োগ করতে পারেন।

৮) বাংলারকবি ডট কম এ যত ধরনের পারস্পারিক যোগাযোগের ব্যাবস্থা আছে তা সম্পূর্ণ নিজ দায়িত্বে ব্যাবহার করতে হবে। এই পোর্টালের পারস্পারিক যোগাযোগের ব্যাবস্থা ব্যাবহার করে দুই বা ততোধিক সদস্যের মধ্যে সৃষ্ট অনাকঙ্খিত ঘটনার দায় দায়িত্ব বাংলারকবি ডট কম এর নয়।

© All rights reserved © ২০২৪ BanglarKobi.com
Desing & Developed BY LIONBD.COM