চৈত্র দুপুরে
মোঃ বুলবুল হোসেন
চৈত্র এই সূর্যের খাঁ-খাঁ দুপুরে
গায়ের মানুষ ছোট্টে ঐ পুকুরে।
তুমিতো ভাই মহাসুখে থাক এসি ঘরে
হেসে খেলে দিন চলে আরাম করে।
পাশে মোদের তৃণলতা গাছপালা
সকাল-দুপুর সইছে কত জ্বালা।
মাঠ ঘাটে সাথে ছিল কুকুর ছাগল
দিনরাত ঘুরে শুধু হয়ে পাগল।
কোথায় হারিয়ে গেল মোদের চেনা বৈশাখ
শিয়াল ব্যাটা সুযোগ বুঝে করছে হাখ-হাখ।
Leave a Reply