মানুষ
মোঃ বুলবুল হোসেন
আমি আজও ক্লান্ত কিন্তু
মানুষ হয়েছি কই,
নিজেকে বিলিয়ে দিয়ে
কেনো মানুষ তো নই।
যাদের নিয়ে ছিলো আশা
নিছক এই ভুবনে,
রইল না কেউ শেষ বেলাতে
ছিলো যা গোপনে।
হঠাৎ করে ভেঙে দিলে
কি ছিলো অভিমান,
চাওয়া পাওয়ার পরিনিতি
থাকলে দেহে প্রাণ।
জীবন যুদ্ধের বাস গাড়িটা
ধরছি টেনে যত,
আমায় দিয়ে প্রতিষ্টিত
আমি আমার মত।
আমার দুঃখে হাসলো তারা
বুক ভরা বেদনা,
কোথায় তাদের জন্মদাতা
কে দিবে সান্তনা।
Leave a Reply