পরম মায়ায় তোমার নাম লিখে বালুচরে
বসে থাকি আঁচড়ে-পড়া ঢেউ আসে যদি,
আমার মতো মিশে যাবে ওরও বুক জুড়ে
চাঁদ হয়ে সাগর পানে দেখবো নিরবধি।
সারাবেলা দেখবো তোমায় রাতে চোখাচোখি
আকর্ষণেই জোয়ারভাটা নাই বা হোক মিলন,
কোন একদিন এক মোহনায় হবোই মুখোমুখি
এমন আশায় কাটিয়ে দিতে পারি এ’ জীবন।
আধার রাতে জোনাক হয়ে জ্বলবো তোমার বুকে
মিটিমিটি আলোচ্ছটায় দেখবো মায়া-মুখ,
কাঁপা ঠোঁটে চাঁপা হাসি ধুরুধুরু বুকে………..
তুমিও আমার হবে এমন চোখ-মুখে উৎসুক।
শিশিরস্নাত সর্ষে ফুলে রসিক ভ্রমর যেমন
নেচে-গেয়ে গুনগুনিয়ে আহার করে মধু,
দেহে-আত্মায় মিলেমিশে তুমি আমি তেমন
মহাসুখে গড়বো জীবন হলে আমার বধূ !
খুব করে চাই এ’ জীবনে তোমায় আমার পাশে
তুমিও চাও; তবুও কেন মিছেই লুকোচুরি ?
এ’ দুটি হাত ধরো প্রিয় পরম ভালোবেসে….
দুজনাতে এসো দুজন সুখের বসত গড়ি।
Leave a Reply