ক্লান্ত পথিক
মোঃ বুলবুল হোসেন
শীতের আমেজ এই হেমন্তে
মনে দিলো দোলা,
কয়েকটি মাস পরে এলো
যায় না কভু ভোলা।
গাছের ডগায় শিশির কণা
পুকুর জলে পরে,
এই হৃদয়ে হেমন্তকাল
শুধু মনে পড়ে।
ঝকঝকা ঝক ট্রেন চলেছে
সকাল সন্ধ্যা বেলা,
সাপের মতো ট্রেন চলে যায়
লোকে দেখছে খেলা।
শিশির কণার পা ভেজাবো
থাকি কি আর ঘরে,
সকাল বেলায় ছুটে চলতে
আমার ইচ্ছে করে।
পদ্ম ফুলের পুকুর ঘাটে
চাঁদে কেমন হাসে,
দিনের শেষে ক্লান্ত পথিক
নীড়ে ফিরে আসে।
Leave a Reply