উবে গেছে প্রত্নমূল্য, আগ্রাফোর্টে প্রাণ পেলো বিরান নাচঘর
আনারকলিকে কারা সাজিয়েছে বহুযত্নে এতদিন পর!
পর্যটক এই আমি সমাবিষ্ট শাহজাদা সেলিমের বেশে,
পাশে নেই আলম্পনা, অন্যরাও ব্যস্ত ঝুঝি কর্মব্যপদেশে।
অথবা আমিই নিজে ইচ্ছে করে তাড়িয়েছি অন্যসব চোখ,
আজ তাকে একা চাই, তবে কিনা থাক কিছু বাদনের লোক:
সারেঙ্গী-সেতারে-ঢোলে খোলে ভালো নূপুরের সুমিষ্ট ঝঙ্কার,
নিজনিজ যন্ত্র নিয়ে মগ্ন ওরা, নৃত্য দেখে সাধ্যি আছে কার?।
বার থেকে সদ্যফেরা রক্তে ছিলো তরলের অবশিষ্ট ঘোর,
আনারকলিও নিজে সাগ্রহে বাড়িয়ে দিলো তার বাহুডোর! …
Leave a Reply