সুখে থেকো
স্বপ্ন ছিলো দুটি চোখে
ভালোবাসি তোমায়,
বললে তুমি থাকবে পাশে
হাতটি ধরে আমায়।
বকুল তলে বসে মোরা
পাগল মনটা যেথায়,
আলোর প্রদীপ হাতে নিয়ে
বসে থাকতে সেথায়।
হঠাৎ তুমি অচিন দেশে
আমি বড় একা,
পথের দিকে চেয়ে থাকি
পেতে পারি দেখা।
কত নিশি জেগে থাকি
স্মৃতি গুলো তোমার,
কেনো এমন করলে তুমি
ভুল কি ছিল আমার।
ভাঙ্গা ঘরে জোসনা ছিলো
এখন শুধু কালো,
সুখে থেকো বন্ধু তুমি
পরের ঘরের আলো।
Leave a Reply