খোকার ঈদ
মোঃ বুলবুল হোসেন
বছর ঘুরে ঈদুল ফিতর
খোকা ছুটে আয়,
সবার ঘরে ঈদের খুশি
সময় চলে যায়।
খোকা হাসে মুচকি মুচকি
মায়ের কাজ শুরু,
খোকা দিচ্ছে হাতে তালি
মন উড়ু উড়ু।
কোর্মা পোলাও পায়েস রাঁধে
নতুন জামায় ঈদ,
খোকা যাবে বাবার সাথে
করছে ভীষণ জিদ।
খোকা বলে পাবো না আর
ঈদের এই খুশি,
সবাই মিলে মাঠে যাবো
মোর ইচ্ছে পুষি।
খোকা সাথে পাড়া নাচে
নাচে ঈদের চাঁদ,
এসো সবাই নতুন সাজে
চড়ুইভাতির স্বাদ ।
Leave a Reply