
আবুল ভাই
আবুল ভাই লাঠি খেলার লোক
এক লাফেতে তিরিশ গজ যায়,
কণ্ঠে চলে ফোক।
আলি আলি খবরদালি পল্লীকবির ডাক
আজও কী তা ভোলা যায় গো
চর দখলের হাক।
কত্তজনে মরলো তাতে, কত্তবাড়ি শোক
আবুল ভাই লাঠি খেলার লোক।
ভাদ্র গেলো আশ্বিনেতে জাগে নদীর চর
বোরোধানের আবাদ করে কৃষক জনমভর।
সেই চরেতে লোভী কাউয়ার পড়ে যায় যে চোখ।
আবুলরা সারাজনম ভাড়া খেটেই যায়
রক্ত, জীবন সবই গেলো শুধু পেটের দায়।
লাঠিখেলা, লাঠিমারা, জীবন মরণ নিত্য তাদের ভোগ!
Author Profile

Latest entries
জীবনবোধApril 2, 2025ইয়াছিন কাকা
প্রেমের কবিতাMarch 28, 2025অধিক মানা
দেশাত্মবোধক কবিতাMarch 28, 2025আবুল ভাই
জীবনবোধJanuary 1, 2025স্বাগতম