1. a@banglarkobi.com : admin1 : BULBUL HOSEN
  2. bulbulshake36@gmail.com : BULBUL HOSEN : BULBUL HOSEN
  3. salammaster1975@gmail.com : কবি এম.এ. সালাম : কবি এম.এ. সালাম
  4. lakshmanbhandary@gmail.com : লক্ষ্মণ ভাণ্ডারী : লক্ষ্মণ ভাণ্ডারী
  5. bhandarylaxman@gmail.com : লক্ষ্মণ ভাণ্ডারী : লক্ষ্মণ ভাণ্ডারী
  6. lokmanrakib@gmail.com : Lion Lokman Rakib : Lion Lokman Rakib
  7. tm.nazmul@gmail.com : এম নাজমুল হাসান : এম নাজমুল হাসান
শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা আগমনী গীতি কবিতা (তৃতীয় পর্ব) - বাংলার কবি|banglarkobi বাংলার কবি ও কবিতার আসর | Banglar Kobi & Kobitar Asor
লক্ষ্মণ ভাণ্ডারী
লক্ষ্মণ ভাণ্ডারী
  • ৩ সপ্তাহ আগে
  • ৩৬
শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা আগমনী গীতি কবিতা (তৃতীয় পর্ব)

শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা
আগমনী গীতি কবিতা (তৃতীয় পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শরতের আগমনে পাখি গাহে বনে বনে
ফুটেছে টগর বেলি ফুল,
অজয়ের দুই পারে কাশবন ধারে ধারে
কাশফুলে ছেয়েছে দুকূল।

শিউলিরা থরে থরে রাশি রাশি পড়ে ঝরে
আঙিনায় কচি দূর্বা ঘাসে,
প্রভাতের রং মেখে উঠে রবি পূর্ব দিকে
সোনারোদ আঙিনায় হাসে।

সবুজ ধানের খেতে ঢেউ জাগে উঠে মেতে
স্নিগ্ধ প্রভাতের হাওয়ায়,
গাঁয়ের পথের ধারে সাদা বক সারে সারে
পাখা মেলে নদীপানে ধায়।

শাল পিয়ালের বনে থেকে থেকে ঘনে ঘনে
বাজে বাঁশি মাদলের তালে,
নয়ন দিঘির পাড়ে কেয়া ফুলে মন কাড়ে
শোভা দেয় শরতের কালে।

সাদা মেঘ দলে দলে আকাশেতে ভেসে চলে
পূজোর সময় এলো কাছে,
গাঁয়ের মন্দির মাঝে ঢাক বাজে কাঁসি বাজে
আনন্দে হৃদয় তাই নাচে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

About The Author
লক্ষ্মণ ভাণ্ডারী
লক্ষ্মণ ভাণ্ডারী
লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই।