লাঞ্ছনা
মোহাম্মদ বুলবুল হোসেন
তারিখঃ-৩০-০৬-২০২০ ইং
কি বলিব দুখের কথা
চিন্তায় কাটে রাতে,
অশ্রু জলে বুক ভেসে যায়
বালিশ আমার সাথে।
আশায় আমি বুক বেঁধেছি
ছেলেটি কে নিয়ে,
কষ্ট আমার সফল হবে
ছেলেটি কে দিয়ে।
ধনসম্পদ দিয়েছি আমি
ছেলের পড়ার খাতে,
বাবা-মাকে রাখবে সুখে
বলে দিনে রাতে।
ছেলে এখন চাকরি করে
বাবা-মার সান্ত্বনা,
ভাতের জন্য তাদের এখন
সইতে হয় লাঞ্ছনা।
কতো স্বপ্ন আঁকা ছিলো
আমার ছোট্ট মনে,
পরাজিতো সৈনিক আমি
বলে জনে জনে।
লেখক প্রোফাইল:

- আমি শৈশব থেকে বাংলাদেশের ঢাকা বিভাগের টাংগাইল জেলার কালিহাতী থানার ঘুনিপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বেড়ে উঠি। পিতার নামঃ- মোঃ ফ্জলুল হক। মাতাঃ- মোসাঃ মনোয়ারা বেগম। Mail:-bulbulshake36@gmail.com
এই লেখকের নতুন লেখা:
ছড়া-কবিতা2021.01.26খোকা
ছড়া-কবিতা2021.01.24বাঁচার অধিকার
ছড়া-কবিতা2021.01.21সূর্য মামা
জীবনমুখী কবিতা2021.01.20উলু বনে পদ্ম