জন্ম থেকে জলছো তুমি
তোমার নাইরে ভয়,
আঁধার রাতে রবি তুমি
চলা সহজ হয়।
লেখক প্রোফাইল:
BULBUL HOSEN
আমি শৈশব থেকে বাংলাদেশের ঢাকা বিভাগের টাংগাইল জেলার কালিহাতী থানার ঘুনিপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বেড়ে উঠি। পিতার নামঃ- মোঃ ফ্জলুল হক। মাতাঃ- মোসাঃ মনোয়ারা বেগম। Mail:-bulbulshake36@gmail.com
Very good, it’s great to wear~