মেঘ বালিকা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৮-০২-২০২১ ইং
সবাই আমায় বুকা বলে
অন্ধ প্রেমের জন্য,
এবার বুঝি তোমার প্রেমে
হয়ে গেছি ধন্য।
কতো প্রেমিক বিদেশ ঘুরে
প্রেমের ইতি শুনি,
আমি নাকি তাদের মতো
তোমার প্রেমে খুনি।
তুমি আমার স্বপ্ন আশা
স্বপ্ন করে খেলা,
তোমার কথায় মুক্ত ঝরে
হায়িয়ে যায় বেলা।
তোমার প্রেমে অন্ধ আমি
সকল মানুষ বলে,
মেঘ বালিকা তোমার মতো
ভেসে যাবো চলে।
I’m very satisfied. The hair is real hair, and it is as natural as my own hair, and the quality of the hair is good. No one has discovered that it is a wig. I like it very much.