মিলে যাবে অর্থে
মোহাম্মদ বুলবুল হোসেন
তারিখঃ ২৮-০৭-২০২০ ইং
দাদা বলে চলো নাতি
গরুর হাটে যাই,
গরু আমরা আনবো কিনে
চলো গিয়ে পটাই।
মনের কথা বলছো দাদা
আমিও যে চাই,
সাধ্যের মধ্যে গরু একটা
যদি কিনতে পাই।
মোটা তাজা দেখতে ভালো
কিনব আমরা ঘাটে,
দাদা নাতি মিলে আমরা
কস্তুরী পাড়া হাটে।
বানের পানি থৈ থৈ করে
বলি দাদা ভাই,
সন্ধ্যার আগে আসবো ফিরে
না হলে রক্ষা নাই।
এতো চিন্তা করিস না ভাই
আল্লাহু আছে সাথে,
শত শত গরু মাঝে থেকে
মিলে যাবে অর্থে।
লেখক প্রোফাইল:

- আমি শৈশব থেকে বাংলাদেশের ঢাকা বিভাগের টাংগাইল জেলার কালিহাতী থানার ঘুনিপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বেড়ে উঠি। পিতার নামঃ- মোঃ ফ্জলুল হক। মাতাঃ- মোসাঃ মনোয়ারা বেগম। Mail:-bulbulshake36@gmail.com
এই লেখকের নতুন লেখা:
ছড়া-কবিতা2021.01.26খোকা
ছড়া-কবিতা2021.01.24বাঁচার অধিকার
ছড়া-কবিতা2021.01.21সূর্য মামা
জীবনমুখী কবিতা2021.01.20উলু বনে পদ্ম