মনের শক্তি
মোহাম্মদ বুলবুল হোসেন
তারিখঃ-৩১-০৭-২০২০ ইং
মনের মাঝে ভাল কাজ
আছে সকলের মাঝে,
সাহস করে দেখিয়ে দাও
তুমি সকল কাজে।
সাহস নিয়ে এগিয়ে চলো
মনে রাখো শক্তি,
ভালো কাজে প্রভু খুশি
চলুক চিন্তাশক্তি।
তোমার ওপরে চালাতে চাইবে
লোহার চঙ্গের মই,
এগিয়ে যাক ইচ্ছা শক্তি
জিতবে তুমি কমই।
অসহায় মানুষের পাশে থেকে
তাদের হাতটি ধরো,
মানুষের মাঝে প্রভুকে পাবে
মানবের সেবা করো।
মায়া ভরা মুখে তাদের
ফুটিয়ে তোল হাসি,
মনে শক্তি পাবে তুমি
থাকলে সবাই খুশি।
লেখক প্রোফাইল:

- আমি শৈশব থেকে বাংলাদেশের ঢাকা বিভাগের টাংগাইল জেলার কালিহাতী থানার ঘুনিপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বেড়ে উঠি। পিতার নামঃ- মোঃ ফ্জলুল হক। মাতাঃ- মোসাঃ মনোয়ারা বেগম। Mail:-bulbulshake36@gmail.com
এই লেখকের নতুন লেখা:
ছড়া-কবিতা2021.01.26খোকা
ছড়া-কবিতা2021.01.24বাঁচার অধিকার
ছড়া-কবিতা2021.01.21সূর্য মামা
জীবনমুখী কবিতা2021.01.20উলু বনে পদ্ম