ভোরের বকুল
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৪-০২-২০২১ ইং
তুমি আমার রঙিন স্বপ্ন
জিবন্ত ছবি,
তুমি আমার আঁধার আলো
ভোরের ঐ রবি।
তুমি আমার শেষের সম্বল
জীবন নদীর কুল,
তুমি আমার হৃদয় পাড়ায়
ফুটন্ত এক ফুল।
তুমি আমার ছোট্ট স্বপ্ন
সাজানো বাগান,
তুমি আমার রাতের ঘরে
ঘুম পাড়ানি গান।
তুমি আমার স্বপ্ন রানী
আঁধার রাতের সুখ,
তুমি আমার মিষ্টি হাসি
পাইনি আমি দুখ।
তুমি আমার শোবার ঘরে
প্রিয় সেই গোকুল,
তুমি আমার শিশির ভেজা
ভোরের ঐ বকুল।
The wig is very realistic, very close to real hair, very satisfied, and worth buying