বিশ্বাস
মোহাম্মদ বুলবুল হোসেন
তারিখঃ ২৬-০৭-২০২০ ইং
ধম ফুরালে বুঝবে সবাই
হয়েছে তোমার মৃত্য,
নিঃশ্বাসের বিশ্বাস নাই
বলে সবাই সত্য।
বহুকাল সাধনা করে
সম্পর্ক গড়ে তোলে,
এক সেকেন্ড লাগেনা দেখো
বিশ্বাসকে যায় ভুলে।
বিশ্বাস থাকলে মানব জীবন
উন্নত শিখরে পৌঁছায়,
অবিশ্বাস মানুষকে নিয়ে যায়
নতুন এক অধ্যায়।
ভাঙ্গা আয়না কখনো কেউ
জোড়া দিতে পারে না,
একবার মন ভেঙে গেলে
সহজে জোড়া লাগে না।
চলার পথে জীবনের মাঝে
থাকতে হয় বিশ্বাস,
বিশ্বাস থাকলে তোমার জীবন
থাকবে সর্বদাই উচ্ছাস।
লেখক প্রোফাইল:

- আমি শৈশব থেকে বাংলাদেশের ঢাকা বিভাগের টাংগাইল জেলার কালিহাতী থানার ঘুনিপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বেড়ে উঠি। পিতার নামঃ- মোঃ ফ্জলুল হক। মাতাঃ- মোসাঃ মনোয়ারা বেগম। Mail:-bulbulshake36@gmail.com
এই লেখকের নতুন লেখা:
ছড়া-কবিতা2021.01.26খোকা
ছড়া-কবিতা2021.01.24বাঁচার অধিকার
ছড়া-কবিতা2021.01.21সূর্য মামা
জীবনমুখী কবিতা2021.01.20উলু বনে পদ্ম