বাবা মানিক রতন
মোহাম্মদ বুলবুল হোসেন
আমার একটি বটবৃক্ষ
যাচ্ছে দিয়ে ছায়া
ক্লান্ত মনে ফিরি যখন
দেখে লাগে মায়া।
আমার একটি চন্দ্র আছে
দূর আকাশে থাকে
সারা রাত্রি আলো দিয়ে
মনের মধু দিয়ে ।
কষ্ট পুষে হাসিমুখে
অন্ন জোগাড় করে
সবার বোঝা মাথায় নিয়ে
বেলা শেষে ঘরে।
বাবা আমার জীবন মরণ
বাবা মানিক রতন
বাবার স্বপ্ন নিয়ে আমি
আঁকি মনের মতন।
বাবা আমার চোখের মনি
চাঁদ ও বৃক্ষের মতো
বৃষ্টি রোদে যুদ্ধ করে
আসুক বাঁধা যত।
স্বরবৃত্তঃ৪+৪+৪+২
লেখক প্রোফাইল:

- আমি শৈশব থেকে বাংলাদেশের ঢাকা বিভাগের টাংগাইল জেলার কালিহাতী থানার ঘুনিপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বেড়ে উঠি। পিতার নামঃ- মোঃ ফ্জলুল হক। মাতাঃ- মোসাঃ মনোয়ারা বেগম। Mail:-bulbulshake36@gmail.com
এই লেখকের নতুন লেখা:
ছড়া-কবিতা2021.01.26খোকা
ছড়া-কবিতা2021.01.24বাঁচার অধিকার
ছড়া-কবিতা2021.01.21সূর্য মামা
জীবনমুখী কবিতা2021.01.20উলু বনে পদ্ম