টাকা
মোহাম্মদ বুলবুল হোসেন
তারিখঃ২৫-০৭-২০২০ ইং
টাকায় মান টাকায় প্রাণ
টাকা সবার অমূল্য,
টাকা ছাড়া কেউ চিনে না
নাই তার সমতুল্য।
টাকা ছাড়া দেয় না কেউ
কাউকে সম্মান,
টাকা থাকলে বাড়বে তোমার
দুনিয়ার বুকে মান।
তেলের মাথায় তেল দেবে
যতো হোক মন্দ,
পকেট ফাঁকা চিনবে না কেউ
করবে অপছন্দ।
টাকা ছাড়া দুনিয়া ফাঁকা
চিনবে না আপনজন,
টাকা থাকলে মূর্খ রাজা
মানে সকল সজন।
টাকা ছাড়া বুঝে না
সমাজে কিছু মানুষ,
টাকা ধর্ম টাকা কর্ম
টাকায় অমানুষ।
লেখক প্রোফাইল:

- আমি শৈশব থেকে বাংলাদেশের ঢাকা বিভাগের টাংগাইল জেলার কালিহাতী থানার ঘুনিপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বেড়ে উঠি। পিতার নামঃ- মোঃ ফ্জলুল হক। মাতাঃ- মোসাঃ মনোয়ারা বেগম। Mail:-bulbulshake36@gmail.com
এই লেখকের নতুন লেখা:
ছড়া-কবিতা2021.01.26খোকা
ছড়া-কবিতা2021.01.24বাঁচার অধিকার
ছড়া-কবিতা2021.01.21সূর্য মামা
জীবনমুখী কবিতা2021.01.20উলু বনে পদ্ম