- Update Time :
মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
-
৮০
Time View
খোকা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৬-০১-২০২১ ইং
চাঁদ মামা বেড়াতে এসো
খোকার ভাঙা নায়,
তোমার সাথে বলবো কথা
শুয়ে বিছানায়।
চাঁদ মামা বলে তোমায়
ডাকি সারা খন,
চুপটি করে থাকো কেনো
পাশে চাই যখন।
দুটি চোখে অশ্রু ঝরে
তুমি আছো কই,
তোমার দেখা পাবো বলে
রাত্রি জেগে রই।
লেখক প্রোফাইল:
-
BULBUL HOSEN
-
আমি শৈশব থেকে বাংলাদেশের ঢাকা বিভাগের টাংগাইল জেলার কালিহাতী থানার ঘুনিপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বেড়ে উঠি। পিতার নামঃ- মোঃ ফ্জলুল হক। মাতাঃ- মোসাঃ মনোয়ারা বেগম। Mail:-bulbulshake36@gmail.com
Please Share This Post in Your Social Media
Leave a Reply