কান্না
মোহাম্মদ বুলবুল হোসেন
তারিখঃ ০১-০৭-২০২০ ইং
জগৎ জুড়ে মানব এখন
কঠিন রোগে ক্ষতবিক্ষত,
দুর্বলের উপর সবলের জুলুম
অন্যায় আজ জর্জরিত।
প্রকৃতি দেখো থমকে গেছে
জগৎ জুড়ে নীরবতা,
চারোদিকে মানুষের কান্না
আজ মানুষ নিঃসঙ্গতা।
নাই হাসি নাই খেলা
নাই সুস্থ জীবন,
চেনা পথও অচেনা লাগে
এই বুঝি হবে মরণ
বাতাসের মাঝে মিশে যাচ্ছে
স্বজন হারানো কান্না,
কিছু মানুষ স্বার্থের জন্য
করছে দেখো রান্না।
আসবে কবে জগৎতের মাঝে
হাসি খুশি জীবন,
প্রাণ ভরে নিঃশ্বাস নিবে
পরিবর্তন হবে ভুবন।
লেখক প্রোফাইল:

- আমি শৈশব থেকে বাংলাদেশের ঢাকা বিভাগের টাংগাইল জেলার কালিহাতী থানার ঘুনিপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বেড়ে উঠি। পিতার নামঃ- মোঃ ফ্জলুল হক। মাতাঃ- মোসাঃ মনোয়ারা বেগম। Mail:-bulbulshake36@gmail.com
এই লেখকের নতুন লেখা:
ছড়া-কবিতা2021.01.26খোকা
ছড়া-কবিতা2021.01.24বাঁচার অধিকার
ছড়া-কবিতা2021.01.21সূর্য মামা
জীবনমুখী কবিতা2021.01.20উলু বনে পদ্ম