উলু বনে পদ্ম
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২০-০১-২০২১ ইং
চালচুলো নেই তাতে কিরে
বলবে না কেউ প্রজা,
মুখোশ পরে ঘুরে বেড়াই
বলবে সবাই রাজা।
মন্দ ছাড়া ভালো চাইনা
আমাকে বলে ভাই,
উলু বনে পদ্ম আমি
মাটিতে পা যে নাই।
আমার কথায় আঁধার আলো
ক্ষমতা আমার চাই,
নেতার বাড়ি কুকুর নেতা
যদি কিছু পাই।
টাকা ছাড়া চাইনা কিছু
ক্ষমতার মাঝে হায়,
গরীব-ধনী বুঝিনা আর
চলার পথে যা পায়।
পরের ধনে খবরদারি
সকলে বলে তাই,
কোন কারনে তোমরা সবাই
ডাকতে আমায় ভাই।
buy tadalafil us tadalafil 40 mg daily
tadalafil pills 20mg
buy tadalafil us cheap tadalafil
what is tadalafil