ঈদের দিন
মোহাম্মদ বুলবুল হোসেন
তারিখঃ-০১-০৮-২০২০ ইং
বছর ঘুরে ঈদ এসেছে
বর্ষা সাথে নিয়ে,
ঈদের নামাজ হবে না পড়া
ঈদগা হে গিয়ে।
ঈদগা মাঠ পানির নিচে
সবাই আছে কষ্টে,
সবার সাথে হবেনা দেখা
দুঃখে দিন কাটে।
ঈদের দিন পারবো না যেতে
আমার মামার বাড়ি,
চার দিকে পানি থৈ থৈ করে
বন্দি সবাই ঘরে।
নতুন জামা পারবোনা কিনতে
বাজারে তে গিয়ে,
পুরাতন কাপড়ে মজা হবে
পরিবারকে নিয়ে।
সকালবেলায় মসজিদে গিয়ে
পড়বো আমি নামাজ,
নামাজ পড়ে পশু জবাই
করব আমরা কাজ।
লেখক প্রোফাইল:

- আমি শৈশব থেকে বাংলাদেশের ঢাকা বিভাগের টাংগাইল জেলার কালিহাতী থানার ঘুনিপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বেড়ে উঠি। পিতার নামঃ- মোঃ ফ্জলুল হক। মাতাঃ- মোসাঃ মনোয়ারা বেগম। Mail:-bulbulshake36@gmail.com
এই লেখকের নতুন লেখা:
ছড়া-কবিতা2021.01.26খোকা
ছড়া-কবিতা2021.01.24বাঁচার অধিকার
ছড়া-কবিতা2021.01.21সূর্য মামা
জীবনমুখী কবিতা2021.01.20উলু বনে পদ্ম
htrdxytfcjycjgcjfgc
what is tinder , tinder website https://tinderdatingsiteus.com/