আমি ‘মো: বুলবুল হোসেন শেখ।
শখ: কবিতা-গল্প পড়া এবং লিখা।
পেশায়: আমি একজন চাকরিজীবী।
পড়াশোনা: আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার।
লেখা-লিখির অভ্যাসটা প্রথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শুরুর দিক ধরা যায়। তখন থেকেই ছড়া-কবিতা, গল্প পড়তে খুব ভালো লাগতো, আর পড়ার ভালো লাগা থেকেই হয়তো লেখার অভ্যাসটা গড়ে উঠা।
আমি নিজে লিখতে এবং পড়তে ভালোবাসি বলেই আমার এই প্রচেস্টায় তৈরি ‘বাংলারকবি.কম।
আমার এই ক্ষুদ্র সাইটে পড়তে এবং লিখতে আমার আমন্ত্রণ করছি আপনাকে।।
লোকেশন :
বাংলাদেশের ঢাকা বিভাগের টাংগাইল জেলার কালিহাতী থানার ঘুনিপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বেড়ে উঠি। পিতার নামঃ- মোঃ ফ্জলুল হক। মাতাঃ- মোসাঃ মনোয়ারা বেগম
ধন্যবাদান্তে-
মো: বুলবুল হোসেন শেখ
সিইও & ফাউন্ডার,
বাংলারকবি.কম