অসৎ কর্ম
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৪-০২-২০২১ ইং
সারা জীবন সুখে আশায়
করো ভালো কর্ম,
পরের ক্ষতি করো তুমি
একি তোমার ধর্ম।
নবীন যারা তারা শিখে
দেখে তোমার কর্ম,
ভালো কিছু করে দেখাও
যেমন তোমার ধর্ম।
সকাল থেকে সন্ধ্যা বেলা
বলে তোমার কথা,
জাতি তোমায় ঘৃণা করে
মনে বড়ো ব্যথা।
সারা জীবন করছো তুমি
জানি অসৎ কর্ম,
মানব জাতির কলঙ্ক তুমি
তোমার নাইরে ধর্ম ।
The quality of the wig is really good, it is not a wig if you wear it, and the seller’s service attitude is really good. Don’t hesitate for the little fairies you like