অথৈই পানি
মোহাম্মদ বুলবুল হোসেন
তারিখঃ- ২৩-০৭-২০২০ ইং
শেষ ঠিকানা এসে গেছি
নাই কোন উপায়,
প্রতিদিন বাড়ছে পানি
এখন শুধু কাঁপায়।
কত বছর হয়নি ভাই
এমন অথৈই পানি,
নিঃস্ব আজ গ্রাম বাসী
হয়েছে অর্থহানি।
অঝোর ধারে গায়ের বুকে
ঝরে যেন বৃষ্টি,
উজানের পানি নেমে আসছে
হবে কি দিয়ে দৃষ্ঠি।
বসত ভিটা পানির নিচে
ভয়ে কাঁপে বুক,
বাড়ি ঘর ভেঙে পড়ছে
শরিলের যেন চাবুক।
মানুষগুলো কোথায় যাবে
নাই কোনো আশ্রয়,
আল্লাহ ছাড়া এই মানুষের
হবেনা কোনো প্রশ্রয়।
লেখক প্রোফাইল:

- আমি শৈশব থেকে বাংলাদেশের ঢাকা বিভাগের টাংগাইল জেলার কালিহাতী থানার ঘুনিপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বেড়ে উঠি। পিতার নামঃ- মোঃ ফ্জলুল হক। মাতাঃ- মোসাঃ মনোয়ারা বেগম। Mail:-bulbulshake36@gmail.com
এই লেখকের নতুন লেখা:
ছড়া-কবিতা2021.01.26খোকা
ছড়া-কবিতা2021.01.24বাঁচার অধিকার
ছড়া-কবিতা2021.01.21সূর্য মামা
জীবনমুখী কবিতা2021.01.20উলু বনে পদ্ম